ধর, কোন এক গাঁয়ের পথে কৃষ্ণচুড়া ফুটছে যখন
      তুমি কি তরু তলে ছায়ায় বসে দেখছ স্বপন
      সদ্য ফোটা কলির সাথে,  অলিরা গল্প করে
      আবেশে লজ্জা ভুলে,  কলিরা গোপন সুরে
      মন ভিজিয়ে, সময় কাটায় ইচ্ছে মতন।।


      বাতাসের বায়না শুনে,  উদাস মনে জাগলে মাতন
      তুমি কি একটু হেসে, ডাকবে কাছে, ইশারায় কাজলা নয়ন
      মহুয়ার ফুল কুড়ানোর ছলে যদি, বান ভাসি হয় মনের নদী
      আঁচলা ভরে সে জল তুলে, আনমনে কি দেখবে ছবি
      হারিয়ে বনের পথে নূতন পাতায়, খুঁজবে আমায় তখন।।


       কোন এক গোধুলি বেলায়, হটাৎ যদি দমকা হাওয়ায়
       গুল মোহরের ফুল গুলো সব  বৃন্ত ছিঁড়ে পথে লুটায়
       উড়িয়ে মেঘের আঁচল,  ঝরলে হটাৎ বাদল
       তুমি কি হবে খুশি, সুরে সুরে মাতে যদি বৈশাখী মাদল
    
ধর, এই সন্ধ্যাটা হয় যদি উৎসব, তোমারই সে কাঁকনের কলরব
     শুধু অনুভবেই কি জাগবে এ রাত, না শুনে মনের বারন।।