সামাল, সামাল, খাড়াইয়া পাড়ে, বুদ্ধিমানে হাঁকে
চিড়া-গুড়ের  পুটঁলি বাঁধো
নাও ডোবার আগে
বারে বারে নানান ছলে চোখ রাঙায় পানি
ধান ভাঙতে শিবের গীত, ভয় পেয়ে সে জানি।।


পদ্মারাণি নাচেন ভালো, অনেক আছে গুন
বেদেয় চেনে সাপের হাসি
বেদে, সাপেই হবে খুন
পোলা-পানে করে কতই ছোট খাটো মজা
হেইডা তো খুব বড় নয়, কারে দিমু সাজা।।


নিন্দুকদের কাজ কিছু নাই, শুধুই কাঠি মারা
ছবির খেলায় মেতেছে সবাই
তা হয় কি শান্তি ছাড়া
বোধের ঘরে শূন্য ওদের, সবাই রেখ মনে
পৃথিবী টা ঘুরছে কেন, সব ভায়েরাই জানে।।


নবান্নে, উৎসবে,  মাঝে-মধ্যে, বাড়লে উত্তেজনা
হুঁকো মুখো হ্যাঁংলা গুলোর, প্রাণে সয়না
ধর্ম-কর্ম ছেড়ে ওরা দিচ্ছে মন্ত্রনা
শুণ্য করে কলসির জল,  পান করেছে সুখে
মাইক্রো আর ম্যাক্রো বল্লে, ও দিয়ে কি হবে।।


বিদ্যান গূলো বাড় বেড়েছে, বলবো মহেশ্বরে
ওনেক আছে কায়দা কানুন
মুর্খ, জানবে কেমন করে
একা রামে রক্ষে নেই, সুগ্রীব হলে দোসর
চাইনা এখন ঝামেলা বাড়ুক, অনুরোধ কাতর।।



( কবি বন্ধু মান্যবর শ্রীযুক্ত অজিতেশ নাগ কে উৎসর্গ করলাম )