কাব্য কথার ফাঁকে, বর্ষা ভেজা জুঁইএর গন্ধে
চর্তুদশীর চাঁদের সাথে, কোন প্রেমিকা জাগে
ওগো কেউ কি দেবে সাড়া,  নয়ন পলক হারা
সব চোখেতেই নিদ্রা গভীর, এই দুখী প্রেমিক ছাড়া।।


ভেবে ভেবে শুকায় মালা, গন্ধ হারায় সে
বাতাসেরা তাকিয়ে থাকে, মধুর  মুচকি হেসে
ফিস ফিসিয়ে যায় যে বোলে, চাঁদে গ্রহণ লেগেছে
স্রোতের মাঝেই পলির বাঁধন, প্রেম চরে বেধেছে।।


এ মন আমার একলা নিশি, বাজায় বাঁশি
জীবন পথের ধুলোয় ভরা অনেক কঠিন বাঁকে
ঘোর আশাতে  জেগে থাকে, কালবোশেখী রাতে
বৃ্ষ্টি কুঁড়ির জল নুপুরে ছন্দজাগে প্রেমিক হৃদয় মাতি।।


ওগো কেউ কি দেবে সাড়া, প্রেম যে পাগল পারা
ধরলে এ হাত অনেক পাবে সুখ যে লাগাম ছাড়া
প্রেমেই হাসি, প্রেমেই কাঁদি, সকল সয়ে প্রেমের আদর মাখি
নেইতো চাওয়ার অন্য কিছু, প্রেমের তরেই বাঁচি।।