জীবনটা হত যদি এক কাব্যিক ছবি
অনুপম রঙে রসে মিলে যেত সবি
বিষাদের ডানা গুলো ছোট্ট হত
মেলত পেখম মন ইচ্ছা মত ।।


লুকাতে পারত যদি মেঘেদের ঘরে
সূর্য ওঠার আগে কাব্যিক  ভোরে
রুপকথাদের সাথে স্বপ্ন দেখা
ক্ষুধার সকালটা থাকত একা।।


ঝিরি ঝিরি বাতাসে নদীর জলে
যদি মুঠো মুঠো সুখেরা লাগত কুলে
শান্তির বাতায়নে মন করত খেলা
প্রজাপতি রঙে মিশে কাটাত বেলা।।


বাতাসের শিস শুনে ঝাউয়ের বনে
উদাসী মাছরাঙা অপলক আপন মনে
বৈঠা ধরে মাঝি ভাসে সুর দরিয়ায়
জীবনটা বেয়ে চলে,  আক্ষেপ নয়।।


আকাশটা মেশে যেথা জলের সাথে
গাঙচিল স্বপ্নেরা ওড়ে আশে পাশে
দেখতে চায় সে গভীর  রুপের বাহার
জীবন স্রোতস্বিনী,  যেন এক মেঘমল্লার।।