সবুজ আঁচলে স্বর্নকুঁড়ি, সুরভিত প্রাতে মুগ্ধ অলি
গুন গুনিয়ে, গান শুনিয়ে, ডাকছে তোমায় সুরে
হাসি ছড়িয়ে, মুগ্ধ আবেশে, জাগোনা পাপড়ি মেলি।।


জাগো জাগো অপরুপা, নরম আলোর উষ্ণতায়
প্রেমের জোয়ারে ভাসি, দাঁড়ায়ে স্বপ্ন, দুয়ারে আসি
সোনা রং মখমলি রোদ, জড়িয়ে  প্রেমে তোমায়।।


চেয়ে দ্যাখো, ঐ কৃষ্ণচুড়া, হাসির মাধুরিতে জাগে
রঙে রঙে উছলিছে, নব অরুনের নির্মল প্রেমে
মধুপের পাখায় কুমারী পরাগ, স্নিগ্ধ সকাল মাখে।।  


নির্মল বাতাসে তিরি তিরি কাঁপে, পাতার সবুজ আঁচল
জাগোনা রূপসী, স্বপ্ন আয়েসী,  সবুজ লতিকায়
উদাসী আকাশ নিজেকে সাজায়, দাঁড়ায়ে মধুপ দল ।।  



রাঁচী, ঝাড়খন্ড, ভারত।
২৯।০৫।২০১৫
( ফিরলাম, ব্যস্ততার উজান কাটিয়ে , আশা করি সবাই খুব ভাল
আছেন, আনন্দে আছেন)