কান্না হাসির জগৎ মাঝে, ফুটছে আলো ডুবছে সাঁঝে
নেই যে বিরাম পথের বাঁকে, নীল গ্রহের এই প্রবাসে    
কোন নিয়তি ঠেলছে তারে, নানা রুপে স্বপ্ন ভরে
রঙে-রসে কাটিয়ে ক্ষনিক, ঝরছে কেবল মাটির পরে।।


কেউ জানেনা কেনোর হিসাব, ঘটছে কখন, কি ভাবে
এক মাটিতেই এত রঙ, স্বাদে, বর্ণে, সৌরভে
নানা শব্দ, নানান ভঙ্গি, চাল-চলনে অনুভবে
আসা-যাওয়ার সময় ঘিরে, রহস্য সেই রুদ্ধ দ্বারে, বাস্তবে।।  


খাদ্য-খাদক এই রসবোধ, শুরু থেকে শেষ ধাপে
লক্ষ মতের - নিযুত স্বপ্ন, কে দেখালো, কি ভাবে  
আধেক বেলা কাটলেও আলোয়, সখ্যতা সেই ধূলোর সাথে
চোখ বাঁধা এই আজব খেলা, জীবন মৃত্যুর ঘুর্নিপাকে।।


সাজায়ে  গুছায়ে মাটির মঞ্ছে, দুখ্য-সুখের খেলাঘর  
ঠাস বুনোটের দোলা-চালে, সকল চরিত্র মাঝে নির্ঝর
সর্বদা অনুভবে,  কায়া হীন অনন্ত ব্রহ্মান্ডে ক্ষুদ্রাতি-ক্ষুদ্রতর
তবু নাকি!  ফিরে ফিরে আসে, নানা রুপে বার বার ।।