মান কোরে সই বিরহ নিলি
      যতনে যাপি শত নিশি
দাঁড়ায়ে দুয়ারে প্রেম ভিখারি
    ভাটার টানে আসি ভাসি
বিরহ হেথায় পাতায় পাতায়
         ফুল ফোটে কদাপি।।


   নিশি ভোরে কামিনি ঝরে
       বিরহ ব্যাথা বুকে ধরি
   মাধবী বেলায় মাধুরী লয়ে
        মধুপ দলে আসে উড়ি
     মল্লিকা বনে রৌদ্রা ছায়া
      খেলছে খেলা লুকোচুরি।।


  বিলাসি প্রেমের স্বপনে ভাসি
    যায় যে নিশি বিরহে কাঁদি
     আকাশ ভরা ফুলের ঝুরি
      রাত হাসেনা বিরহ ভুলি
   আশার সকাল কুয়াশা ভরি
        ঝরায় মুকুল প্রেম হরি।।
      
৩০.০৬.২০১৫
কলিকাতা