কিই বা দিতে পারি, নিয়ে তো আসিনি কিছুই
ভালোবাসা ছাড়া, আর সবই তো মূল্যহীন
এটুকুই থাক, ক্ষণজন্মা জীবনের পরতে পরতে প্রতিদিন।।


কিছু কর্ম, যা থাকে অযুত অখন্ডতা জুড়ে, সৃষ্টির অমলিন ভান্ডারে
সুখ দান করে,  জন্ম হতে জন্মান্তরে, দেশ-দেশান্তরে
অবয়বে না থাকিলেও সে সম্মুখে, অবিচ্ছেদ্য সে, নিমগ্ন এ অন্তরে।।


নিস্পাপ-প্রভাত, তাপদগ্ধ দিন, মনোময়ী গোধূলি বা অভিসারিকা রাতে,
আসি দলে দলে, কবিতা আসর রুপী, মহা-মিলনের নির্মল স্রোতে
অবগাহনে জুড়ায় হৃদয়, নানা ভাষে-আঙ্গিকে, মুক্ত ধারার মতে।।


রঙে-রসে সজ্জিত, বহমান কাব্য-অতলান্তিকের শ্রীক্ষেত্র, চিন্তা স্বাধীন
এই শুভ উদ্যোগের স্রষ্টার ত্বরে রহিল এহৃদয় বাগিচায় ফোটা আশমানি প্রেম অকৃত্রিম
আশীষ মাঙি বিধাতার কাছে, অক্ষয় হোক পল্লবের (আডমিন) শুভ
জন্মদিন।।