বীণাবতী, বিদ্যে দিলি! বুদ্ধিটুকু দিলিনা
সব কিছুতেই দেখছি পানি, বিদ্যে খুঁজে পেলাম না
সব্বাই দেখি নেয় গুছিয়ে, ঝুঁকিয়ে মাথা,আমার দ্বারায় হোলনা ।।


ছাপার অক্ষর জলে গুলে পান করেছি তিথি ধরে
পেটের ব্যাথায় হয়েও কাবু, পা টিপেছি পন্ডিতেরে
হূড়িয়ে নিয়ে সত্য গুলো, মিথ্যা দিল ঝুলি ভরে ।।


কানা-কানি,  সত্য নাকি মারা গেছে, কদিন পরে শ্রাদ্ধ হবে
নূতন নিয়ম, সংবিধানের ধারা মেনে, উর্দি পরে মূল্য ধরে    
মোল্লা-পুরুত লাগবেনা আর, উকিল দিয়েই হয়ে যাবে !!  


বীণাবতী, বীণা ছেড়ে, মেশিন কেন নিলিনা
তুই না ভীষন ব্যাক ডেটেড, বীণার বাদন চলছেনা
চাইছি কেবল সংশাপত্র, মোডাস অপারেন্ডি বুঝলিনা !!


ছেড়ে এখন  লজ্জা-বসন, লুঙ্গী পরে শীর্ষা-আসন
তবু যদি একটু খোলে, শীর্ষ কিছু রক্ত পেলে
হাতটা রাখিস পোড়া কপালে, পড়লে ফেরে যখন তখন।।



০১.০৯.২০১৫