এস বন্ধু, এস জিহাদ তুলি, মোরা করবই প্রতিকার
এস বন্ধু, করি প্রতিজ্ঞা, ছুঁড়ে ফেলে হিংসা- আর হাতিয়ার
আর নয় নিধনের স্বপ্ন দেখা, শিক্ষাকে করবই সবার অধিকার
এস মোড়ক খুলে, মিলে যাই এক সাথে, শুরু হোক নূতন চেতনার।।


গুলি-বারুদের মূল্য দিয়ে, এস গড়ে তুলি, চির শ্বাশত  শিক্ষাগার
এখানে সকল মোড়ক ছুড়ে ফেলে, মাথা উঁচু হবে শুধু মানবতার
মুঠো মুঠো দানে, শিক্ষা সাগর গড়ে,  ছড়িয়ে দেবই সে দীক্ষা
এস বন্ধু, এক সাথে ঝাঁপ দিই, সময় থেমে নেই, অনেক তো হয়েছে সমীক্ষা।।  


এ সাগরে নাই ঢেউ, ডুবে যাই যদি, নিশ্চিত জেন, মরিবেনা কেউ
এস জিহাদ করি, করি মানবতার অঙ্গীকার, উঠাবই উঠাব চেতনার ঢেউ
ভয়ে নয়, ভরসায় জাগবে সমাজ, শিক্ষার অঙ্গনেই হবে নূতন সাজ
সব রঙ ছুঁড়ে ফেলে, শিক্ষার আলোতে ধুয়ে, ঘুচাবই সব অপবাদ।।  


এস বন্ধু জিহাদ তুলি, এখানে নেই কোন বয়সের জরা-ভার
কেহ নই বড়, নই কেহ ছোট, যেখানেই যে থাকি শিক্ষা হোক সবার
মোল্লা-পুরুত-পাদ্রী আছেন যত দুনিয়াতে, সবারে করি আহবান
এস, হও সামিল, মহান এই জিহাদে, ছেড়ে অন্ধ কুপ, চেতনাকে কর মহান।।    


এস বন্ধু, বারুদের গন্ধ মুছে, ফুল ফোটাই মাটির বেহস্তে, শিক্ষার গানে গানে
রক্তের দাগে মিটিবেনা সাধ, নিস্ফল সে কর্ম, আনিবেনা শান্তি কোন জনমে
সকল মিথ্যা ছেড়ে, এস বেরিয়ে এস, আঁধার ফূঁড়ে, হাতে নিয়ে শিক্ষার নিশান
কিছুই যাবেনা সাথে, একথা রেখ মনে, শিক্ষাই পারে লিখতে তোমার নাম।।