জুঁইয়ের কাল গিয়েছে, বৃষ্টির বিদায়ে একা বোলে !
আমি আসছি, তোমায় নূতন করে লব তুলে
আঁচলা ভরে ও মুখ তুলে, ঠোঁটে ঠোঁট রেখে
জাগব সারা রাত, একান্ত কাছাকাছি, নিভৃতে
হেলায় হারাবোনা একটি দিনও, মুহুর্তের অভিলাষ
স্বপ্নকে ধরে রেখে, মেটাবো শিশির ছোঁবার আশ...।


ক্ষণকালের অতিথি হলেও, আমায় তো জান
আসছি তোমার প্রেমের সাত মহলায় ভুল নেই কোন
ক্ষণিক চাহনি তোমার চোখে ক্যানভাসের সাদা-কালো
আমার আকাশে জমছে আশমানি  দ্যুতি, নক্ষত্র পুঞ্জের আলো
আমি আসছি দোদুল দোলনায় চেপে, তোমার সাধের বাসরে
বুনো সৌরভের কোলে মাথা রেখে রাতটা কাটাই এই আসরে।।


তোমার শ্যামলীমায়, অনিন্দ সুন্দর বুকে সূর্যের অকৃপণ দান
শরত বিছানা নাই বা পেলাম, অথবা ফুল ছড়ানো গোধুলি
তবু চলি সোজা পথে, দূর করে দন্দ, যামিনীর ডাকে
ভুলে যেতে চাই, যা কিছু গিয়েছে ঝরে,  দুহাতে কুড়াই অভিমান।।