মরছি কেন, মারছে কে, কিসের নেশায় বলবে কে
প্রশ্ন করি নিজের কাছে, নইলে! বলবে মানুষ পাগলটাকে তাড়িয়ে দে
দাওয়াত পেলে ভালোই লাগে, সবার সাথেই হবে দেখা
খাবার সময় ধন্দ মনে, কেউ যেন আজ না পায় ব্যাথা
কেউ বা দেখে পাতের দিকে, কেউ বা বলে তির্যকে,
এক পুরুষে হয় কি সব,  জামা কাপড়ে উঠবে জাতে !
গুণীজনে ভুল বলে না, ঘাড় নাড়ায় সব সম্মতিতে ।।


ভদ্র-সভ্য পোষাক দেখে, চোখ তোলে কেউ কপালে
কেউ বা বলেন বাহ, এই তো ভালো, কে বলবে চাষার ছেলে
কে বলবে গরীব তুমি, দেখতে রাজার নাত জামাই
বাইরে গিয়ে কপাল তোমার ফিরে গেছে, বুঝলে জগাই
বাপ টা তোমার ছিল ভালো, মোদের জমির ভাগ চাষী
হাসি মুখে মানত সবই, অল্পেতেই সে হত খুশি।।


এমন কথা আজো চলে! বর্ণ বিদ্বেষ বিদ্বৎ-কুলের, মুখেই কথার ঘটা
যে তিমিরে ছিল মানুষ সেখানেই সে বর্তমান! যাচ্ছে কোথায় শিক্ষাটা
ভাবি মনে, এমন কোন আছে জাত -ধর্ম, না ঘরকা না ঘাটকা ।।