মাগনা  খাবি  ?   আজকে আবার কার টিকিটে  
সখে নয়রে, বাঁচার  জন্য যন্ত্রনা নিই দাঁত চেপে    
সকাল –সন্ধ্যেয়  নেমে এসেছি পেটের নিচে
সোনামনি, শেফালি !  সতীর বেটা,  আমাকে মাগ পেয়েছে
জলদি কর,  জলদি ছাড়,  আরো পাপ  দাঁড়িয়ে আছে ।।


তোদের মতই রত্ন সব, মুখোশ ঢেকে ফয়দা  লোটে
একটা করে গেঁথে দিয়ে , নিরুদ্দেশে পড়ে কেটে  
ভালোবাসা !!  থুঃ  থুঃ, ফেলি তোদের বাপের মুখে
তিথি নক্ষত্র মানেনি –বাপে, অমাবস্যায় বীজ পুতেছে
মজার  সময় সোনা-মানিক,  পিত্তি  জ্বলে,  ছেনালি দেখে ।।  


চার টাকার চোলাই গিলে, চারশো টাকার বক-বকানি
লাথি মেরে ভাঙব পাঁজর, ঘুচিয়ে দেব ছোঁক ছোঁকানি
মজা নিবি,  মাগনা নাকি !  - বুঝিনে তোদের ভন্ডামি
এই শেফালি, এই সোনা,  আমি তোকে ভালোবাসি  !
মাল ছাড়, নইলে মাংস কেটে রেখে দেব, পরে এসে ছাড়িয়ে নিবি।।