না, গল্পের জন্য গল্প নয়
কোন না কোন ভাবে ছুঁয়ে থাকে জীবন পাতায়।।


কি নেই এখানে ? সুখ, দুঃখ, বোধ, বোধের মৃত্যু
তবু অবলীলায়, বসুদেব আঁধার রাতে যমুনা পার হয়
আর একটা গল্পের সৃষ্টি হয়, আরো এক দিন সূর্য ওঠে
বাজে জীবনের সুর, সময়ের ইশারায় আশার একতারাতে ।।


হিসাবের পাতা শেষ, তবুও আঁকি-বুকি,
পলেস্তরা খসা দেওয়ালেই জীবনের সিনেমা বানাই, সুখ খুঁজি
নিয়ন আলোর ঝর্না ধারায় নিরন্তর ভেবে চলি,
কি কি থাকলে বা অভাবে মানুষ, হতে পারে সুখী বা দুঃখী।।


কোটি টাকা মূল্যের ছাদের নিচেই সতত আকাল খুঁজি
কালো পলিথিনে ঢাকা ঝুপড়িতেই ছবির নাম স্বর্গের কাছা কাছি
বিচিত্র তথ্যহারে মালা গাঁথি,  ভেবে নিই সব্বাই ভালো আছি
আমি নিরাপদ, আমার প্রতিবেশী ঐ মানুষ গুলো ?
দিব্যি বেঁচে আছে, জীবনের দরজায় উড়িয়ে ধুলো।।
কোন টা ঠিক,  কে ঠিক, জানা নেই, কেবলি ধুলো ঘাঁটি।।