১। লেপ কম্বল
    ছেঁড়া কাঁথায় রাত
    উদ্দেশ্য এক।।


২। সবুজ ক্ষেত
    সুখের স্বপ্ন জাগে
    খেঁজুর রসে।।


৩। সকাল মাতে
    নলেন ঘ্রানে গ্রাম
    জিরেন কাটে।।


৪। বাংলা মাতে
    পিঠে পুলির নামে
    নূতন ধানে।।


৫। হলুদ গেঁদা
    আলো করে উঠান
    চাঁদনি রাতে।।


৬। নূতন খড়ে
    সারমেয়র সুখ
    রাতের কাজে।।


৭। খাইয়ে সুখ
    খেতেও সুখ মনে
    শীতের টানে।।