কেন গো ভাবছ এমন, সব্বাই মিলে তুলছ ঝড়
আব্রু থাকে গুনী জনের, মন্ত্রী-সান্ত্রী-মাতব্বর
দেশের দায়েই নেইযে ঘুম, দায় নেবে কে জনগনের
কেন বল ঘটলে কিছু  দায় ঘাড়ে যায় মাতব্বরের
কেমন করে জানবে বল !  কখন যে কেউ করছে কি
না জেনে, না শুনে, বাজাও সবাই ভাঙ্গা সানাই ! ছিঃ ছিঃ
একটা মাথায় এত চাপ, রাতের ঘুমে বসাও ভাগ
মিডিয়া যেন মাংশাসী, শিকার পেলেই হাঁক ডাক।।


শান্তি রক্ষী! মহান এরা,  পেয়েই থাকেন মাসোহারা
কি হবে ভাই মানব সেবায়, থাকলে গুন সর্বহরা
জন কথায় কি আসে যায়, প্রভুর মানেই তেনার মান
প্রভুই ধ্যান, প্রভুই জ্ঞান, প্রভুই শান্তি, জানের জান
সরাও কেন আব্রু আড়াল, মুখ-মুখোশে হয় ব্যাবধান
রাইনো গুলোর শর্দি হলে দেবে কি কোবরেজ নিদান
বুলেট ফুলেট নয়রে ভাই, ছিল হোমিওপ্যাথির শিশি
রাত জাগা স্ক্যান ভুল দেখেছে, যেন দিনের বেলায় নিশি !!


কাজের জন্যই ছিল সাথে প্রেসার মাপার যন্ত্র,
হলেও সেটি দেখতে... এমন, এতো কুঠির শিল্পের মন্ত্র
নিত্যদিন হচ্ছে কতই নূতন নূতন উদ্ভাবন, খবর রাখে কে
বেচারা ছিল ঘুমের চোখে, এটাই সহজ সত্য যে
বিলাস টিলাস নয়রে ভাই, দশের সেবায় সব লাগে
বিচার বুদ্ধি রাখলে বেঁধে, কাজ হবেকি সবার আগে
ন্যায় বিচারে ভরসা সদাই, সে কথা বুদ্ধিমানেই জানে
গাইড মোদের মহান মানুষ, সব পাগলেই মানে।।