ক্ষ্যাপা  কি সত্যি জানে !
কি খোঁজে, কেন খোঁজে, খুঁজে ফেরে মনে মনে
কি তার ভাবনা, সাধারন দূরে থাক,
জানে কি ? পণ্ডিত থেকে মহাজ্ঞনী অথবা রাজ-ডাকাত।।


ভিখারি ভাবে সকালের সূর্য দেখে
আজকের দিনটা ! আহা খুব ভাল যাবে
আগের দিনের পাওয়া অচল পয়সাটা ছুঁড়ে দিয়ে
বলে, বাবা একটু দেখিস, মাগো একটু দেখিস
তোদের শুনেছি অসীম মমতা, বাকিটাতো...সব জানিস।।


বেকার-যুবা ভাবে, আর কবে কি হবে
বসন্ত ডেকে ডেকে ফিরে যায় চিন্তার দাব-দাহে
ন্যাকা পাখিটা, ডালে বসে একলা পালক কাটে
সাথে নেই কেউ, তবু কে-যেন বলে সব পাবে সব পাবে
কেউ বা সুযোগ খোঁজে, কাছে ডাকে, বলে হবে হবে।।


জানালার ও পারে দাঁড়িয়ে - সাজায়ে মনের প্রদীপ
অন্ধকার আকাশের বুকে দেখে সদ্য ফোটা টিউলিপ
মেঘের দলে, সাথ দেয় ঝড়ো বাতাস - সে ভাবে বসন্ত
কানে আসে, পাড়ার মোরে দাঁড়িয়ে চেনা ছেলেটা গাইছে
খাও-পিও-মৌজে, ইয়ে হ্যায় জিন্দেগী,মত-সোচ ..ইয়ে...।।