আসছে সময় ভেবে দেখিস,
চলছে জোচ্চুরি, শয়তানি অল রাবিস
যত চোর, গুন্ডা, বদমাস হয়েছে একজোট
শয়তানি হাসি ঝুলিয়ে ঠোঁটে, চাইছে ভিক্ষা,  ভোট
বাতাসে লক্ষের হা-হুতাশ, জলসা ঘরে দান মজলিশ
ধেয়ে আসছে, কপট করুণা চাইছে, একটু নজর রাখিস।।  


নৈতিকতার কথা দিকে দিকে যত পচে যাওয়া মুখে
ধান্দাবাজীর শপথ আওড়ায় দিনে রাতে, রাখবেই নাকি সুখে
শান্তির পথচলা,  নিরাপদে ঘরে ফেরা, মানুষ চাইছে স্বস্তি,  
সোনার ব্যাঞ্জন চায়না তিন ভাগ, শাক ভাতেই থাকে খুশী,
যার যেমন, হাজার কষ্টেও তেমন করেই করে দিন গুজরান,  
বঞ্চিত কোটি কোটি চোখ, অত্যাচারের অভ্যাসে রপ্ত, নেই অভিমান  
সাদা পোশাকে রাস্তার মোড়ে মোড়ে, মিথ্যার ঝড়ে ফাটায় গলা,
সব্বাই জানে, চোর-সাধু দুজনেই ইষ্ট ভজে,  এইবার কার পালা।।

  


০৪.০৩.২০১৬