আমি ভাই নিলাম বালা
মাথায় ঝুড়ি কাঁধে ঝোলা
হরেক রকম সামান পাবে
একই দামে মিলে যাবে।।


আরো আছে চমক দেদার
ছবি আছে মন্ত্রি নেতার
দেশের সেবক এরা সবাই
এলেবেলে নয় সে কানাই।।


লক্ষী-গণেশ সরিয়ে ফেলে
পুজলে নেতা, হাতে গরম সুফল মেলে  
বলো ভাই কোনটা নেবে
একটা নিলে, চেলার ছবি মাঙনা পাবে।।


পুতুল আছে মুখোশ পরা
কয় সে কথা গালভরা
লাভের কথায় পুলক জাগে
বাড়ায় হাত সাবার আগে।।


আরো আছে দেখবে এস  
নাহয় অবাক চোখে মুচকি হেসো
এ সবই গনতন্ত্রের মহান লীলা
দোষ নিওনা বিদ্যজনে, আমি ভাই নিলাম বালা।।