নিলামবালা বলছে ডেকে, শুনে যাও অবাক চোখে
কেউ কোরনা কানাকানি, রাখনা হাসি চেপে
শকুন জড়ায় নামাবলি, কপালে তিলক কেটে
পচা মাংসে অরুচি তার, দিন কাটায় সে খালি পেটে।।  

মড়া নাকি কথা বলে, হাতি চড়ে মগডালে
কাজের চেয়ে অকাজ বেশী, সত্যি বল দেখেছ কোন কালে !
অষ্টপ্রহর গুনছে প্রমাদ, ভয় পেয়েছে ভূতের বাপ
এই ঝোলাতেই আছেন ওঝা, নেবে নাকি ঝাড়তে পাপ।।


হাজার হাতের মানুষ পাবে, আছে ভরা এই ঝুঁড়ি
মুখে মুখেই মারেন জগত, দেন সময় বুঝে সুরসুড়ি
পারিশ্রমিক লাখে নেন, সেরা খাবার অনুদানে
দেখে যাও অবাক চোখেই, ঘুরবে মাথা খুঁজলে মানে।।

চোরের মাথায় লম্বা টিকি, সাধু বলে হায় হায়
সিঁদকাঠিটাই রাজদণ্ড, আমজনতা গাছের তলায়
কথাবলা গাছ পাবে ভাই, মিথ্যা সে যে বলেনা  
পথের এই নিলামবালা, যা বেচে তা মন্দ না ।।