জনগণেশ দেখছে এখন চোখের মণি ঘুরছেনা
সারাক্ষণ খাইখাই রব তবু খিদে কেন যাচ্ছেনা
পণ্ডিতেরা ঘাঁটছে পাঁজি, দোষতো কোথাও পাচ্ছেনা
কবিরাজ টিপছে নাড়ি, দেখছে সময়, আঙুলে গতি মিলছেনা ।।  


ওঝা এসে মন্ত্র পড়ে, নিম-নিশিন্দায় চলছে বাণ
কাজী এসে সরসে পড়ে, আদুরে ছানার খুঁজছে কান  
ডাক্তার থেটো দিয়ে দেখে-শুনে, ছুরি কাঁচি দিচ্ছে শান
কীর্তন দল বিছানা ছুঁয়ে উচ্চস্বরে ধরেছে হরির নাম ।।


চোর ডাকাতে মাপছে ছাতি, করছে বিচার যোগ্যতার
কসাই শেখায় সেবার ধর্ম, গল্প শোনায় মানবতার
মাস্টামশাই কাটছেন জিভ, স্বীকার করেন হার
না না বাবা বুঝনিরে, চাঁদের গুঁড়ো, ভুল হয়েছে আমার।।


এনেছি ঝোলায় ভোরে, এমন তর নানা রঙের মজা
এস এস দুষ্টু খোকা, শাঁকচুন্নি, ধেড়ে-বুড়ো এস বাছা বাছা
দেখে যাও, কোন আইনে সুশীলজনে ভিয়ান ঘরে হচ্ছে ভাজা ভাজা
পা-নাচিয়ে, বাড়িয়ে ওজন, ঠান্ডাঘরে হাঁদা-ভোঁদায় খাচ্ছে গজা ।।