লজ্জাহীনের হরেক সজ্জা, নেইকো কথার জুড়ি
দেখে যান বাবুমশাই, হাসছে কেমন নিলামবালার ঝুড়ি
ঝোলা ফুঁড়ে হাসছে দেখুন ঋষি মুনি, নব রত্নাকর
নয়গো গুজব, ধ্রুব সত্যি, চক্ষু জুড়ান দেখে একটিবার।।


মাতিয়ে আকাশ দিচ্ছে কিরণ, হাজার সূর্যের হাসি
ঘামছে মানুষ, খুঁজছে শান্তি পান্তা ভাতেই, হলেও তা বাসি
চিল্ড বিয়ার ঠান্ডা ঘরে, বাঘবন্দী খেলা, তোয়ালে ঢাকা মস্তি
নিন্দুকেরা করুক নিন্দা, জিতলে খেলায় বেশ কিছুদিন স্বস্তি।।


মান্য গণ্য ঋতু বরেণ্য ফুটছে কথায় বর্ণ বিভাস সত্যি
ভরা গ্রীষ্মের রঙিন বনে বিলম্বিত বসন্ত, মনে মনে শান্তি
আনন্দে কেউ ডিগবাজী দেয়, কেউ বা করেন কুস্তী
মহারাণী ঠোঁট ভিজিয়ে পানের রসে, দেন কড়মড়িয়ে হুমকি।।  


মাটির পুতুল হাসছে এখন, বলছে কথা দম্ভভরা ঠোঁটে
ম্যাজিক দেখায় যম দেবতায়, ক্ষমতা পিটির পিটির চোখে
যমদন্ড দেয় পাহারা, ঘুম ছুটেছে সত্যবাদীর, নেই কোথাও স্বস্তি
হাবে-ভাবে কথার প্যাঁচে, দুখ্য চাপেন ডাঙ্গায় চরা জলহস্তী।।