মালসা মুখো হুতুম পেঁচা দিন-দুপুরে গাইছে গজল  
আজ এনেছি কাঁটায় ভরা পাপড়ি ছেঁড়া আধখানা কমল
হুড়োহুড়ি কাড়াকাড়ি, চায়গো পেতে আশিষ ওয়ালার বর
ভেজিয়ে দিয়ে জুজিয়ে মারে, সাধারনের গণতান্ত্রিক ওয়ার।।


শালিক, চড়ুই, বুলবুলিরা দেখছে অবাক চোখে
হুতুম দাদা গান ধরেছেন, তবলা নিজের পেটে
তালে বোলে নেই কো মিল, নিজেই বাদক নিজেই শ্রোতা
ঘাড় উঁচিয়ে ঘা দিয়ে যান, নিজেই ভাবেন, সৃষ্টি সুখের হোতা।।    


কি আনন্দ, কি আনন্দ, গরমে বাড়ছে গরম, ফাটছে যখন টাক
কষ্ট কেমন, বুঝছে শমন, তবুও ঘুরে ফিরে করছেন হাঁক ডাক
উঠছে ধোঁয়া আকাশ পানে,  বারুদ পোড়া গন্ধ, বিয়ের রোশনাই হবে
তোমারা কেউ ভয় পেওনা, ছেলেপিলে আছেই যখন, ওরাই দেখে নেবে।।


নিলামবালার  দোষ নিওনা, রাস্তাতেই তার সব
মাথায় ঝুড়ি, কাঁধে ঝোলা, মেলায় মেলায় বেচে সে উৎসব  
বিক্রি বাটা যাইহোক না, কড়া চোখের উপরি পাওনা জোটে  
জীবন বাবুর বোঝা বয়ে বুদ্ধি উধাও, কাজে অকাজে মরে বেগার খেটে  ।।