প্রেমের কি কোন বয়স হয় বলো
দেখি স্বপনে, ও আঁখি পল্লব জাগে আনমনে  
কেনগো দূরে দুয়ারে দাঁড়ায়ে বেলা অবসানে
কি হবে ক্ষতি যদি হাত ধরি, এ মন নহে টলমল  
প্রেমের স্বপন সদা দুর্বার, প্রতি প্রহরেই সে ভালো।।


কি হবে ক্ষতি, নিন্দুকে যদি বলে এ নহে ভালো
হয়ত সে বোঝেনি এ মনের গভীরতা, দেখেনি আলোড়ন
জীবন তরীর ছিঁড়ে যাওয়া পালে, কমেনি বাতাসের আস্ফালন
হাঁটু ডোবা জলে দল ছুট পানকৌড়ির টুপ টুপ ডুব সমতালে
অথবা উদাসী চোখে চেয়ে থাকা পড়ন্ত গোধুলির আলো।।


যদি পারো, হাতে রাখ হাত, কানে কানে বলো ভালোবাসি
এখনো সূর্য হারায়নি রং, দিগন্ত কে পারে রাঙিয়ে দিতে
দিতেপারে উন্নত শিখরে তুষারের ছোঁয়া নিবিড় জোছনাতে
ভাবার সময় কম, জোয়ারের পানি ফিরিছে ভাটার টানে
নাহয় প্রেম আসুক ক্ষণিকে, আলিঙ্গনের আনন্দে ভাসি
বল, কতটুকু হবে ক্ষতি, প্রেম চির ভাস্বর, জানে প্রজাপতি।।