মুখ তুলে দেখ, তোমার সামনে ঠিক কি
দৃষ্টিটা একটু ছড়িয়ে দাও, হাতের তালু থেকে
নিজেকে বাঁচাও, সাংঘাতিক কিছু ঘটে যাবার আগে
যদি সুস্থ ভাবে থাকতে পার, তবে ঠকে যাবে নাকি !


মুখ তোল, অকারনে গরিলা গ্লাসের মোহজালে থেকনা
নোঙর তুলে, ভাবনার তরী ভাসাও পথে, প্রবাসে  
চেনা ছন্দে দেখ জীবনের রুপ, অন্ধকার নামার আগে
সম্পর্ক, বন্ধন,  মাইক্রো চিপস আর আঙুলে নিবদ্ধ না।।  


তালুতে নিবদ্ধ চোখ, কান বন্ধ, দুনিয়ার বাকি সব বিস্বাদ
রুপ, রস, গন্ধ কি সত্যি পাওয়া যায় মাইক্রো চিপে
নাকি সুতোকাটা ঘুড়ির আকাশ হারানো সব হারিয়ে
সৃষ্টি কি তবে - কালজয়ী স্রষ্টার ঘাতক নিখাদ !!