বল ভাই কি চাও তুমি, যা চাও তার সবই পাবে
বিনি পয়সায় আছে সময়, দু টাকাতে প্রতিশ্রুতি
রঙিন রঙিন পাপেট আছে, ওজনে নেই খামতি
পরশ মনির প্যাঁটরা আছে, বল ভাই কি দাম দেবে।।


আশা নামের আকাশ ফুলের ছবি আছে এই ঝুড়িতে
বল ভাই কি চাই তোমার, লজ্জার কি হয়গো মানে
একটা নিলে তিনটে ফ্রী, ত্রিভুবন জাগছে গানে
কেন ভাই পিছিয়ে আছ, বলনা লজ্জা কোথায় নিতে।।


নীল কাগজের নৌকা আছে, সাদা পালের বাহারে
খন্ড খণ্ড আকাশ আছে, ডুমুরের সদ্য ফোটা কুঁড়ি
মাইরি করে বলছি হেঁকে, নিয়ে যাও তাড়াতাড়ি
হা হুতাশের দিনের শেষে, থাকবে ভালো আহারে।।


আশা পুরনের তাবিজ কবচ, স্পাই ক্যামেরার ঘড়ি
সাপ লুডোর ছক আছে, আছে দেদার দাবার বোর্ড
মই আছে তার অনেক বেশী, তবু করছ কেন ঘোঁট
হীরের কণাও ফ্রীতেই আছে, আহ্লাদে খাও গড়াগড়ি।।