সময়ের ঝরা পাতায় প্রতিনিয়ত বদলে যায় চার পাশ
মনের মণিকোঠায় রাখা ইচ্ছে গুলোর নীরব দীর্ঘশ্বাস
স্বপ্ন দেখা চোখ গুলো কখন যেন ঘোলাটে হয়ে আসে
রঙের বদল মাত্র পোশাক নয়, সেই আগের মতই হাসে।।  


বাদুড়ের মত ঝুলে থাকা ভাবনা গুলো সময়ের কফিনে বন্দী
ছুড়ে দেওয়া গোলাপ পাপড়ি শুকিয়েছে, সময়ের সাথে সন্ধি
মাঝ রাতে কাকের ডাকের মত ইচ্ছা গুলো ককিয়ে গলা ফাটায়
নিস্তব্ধ চরাচরে পা টিপে টিপে এগিয়ে চলে বাস্তব, কাঁটায় কাঁটায়।।


সভ্যতার স্রোতে সরানি ভাঁটায় জাগে চর, আগাছার জল জঙ্গল
মাথা ওয়ালা প্রাণীরা নির্বিকার, যন্ত্রনার অলিন্দে বিবর্তনের মঙ্গল
ছায়ার ছায়ায় মুহুর্তে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত, চোঁয়ানো অন্ধকার
ফসিল বলতে চায় ভুলে যাওয়া কথা,পান্ডিত্যে আছেই মতান্তর।।