জাল বিছানো বিশ্ব জুড়ে, বিশ্বকর্মার মজার খেলা
মনের ঘরে দিয়ে তালা, খুঁজে দেখি, কে আছে চেনা জানা  
কাকে রাখি কাকে ফেলি,  মনের মানুষ কয়জনা  
সফর শেষে শান্তি খোঁজে বৃক্ষ ছায়ে, নিলামবালা।।


বিচার করে হাতের রেখা, বিধান শোনায় যে সাধুটা
কিসের আশায় ঘর ছেড়ে সে, কি খোঁজেগো পথের মাঝে
নানা জনে ভিন্ন পথে, ভিন্ন মতে, খোঁজে কারে সকাল সাঁঝে
কৃচ্ছ সাধন নানান মতে, নানা সাজে, মেলে কি তেনার দেখা।।  


মন ফানুসের স্বপ্নে ভেসে, মানুষ গাঁথে নূতন মালা
দিনের শেষে কেউ বা শুকায়, থাকে কেউ  কর্মগুনে  
কেউ বা কাঁদে অহরাত্র, কেউ বা হাসে প্রলাপ মেনে  
আগে পিছে একই পথে, মেটে এই জনমের প্রবাস জালা।।        


যে যেখানেই থাকি না কেন, আদিনিবাস এক ঠিকানায়
দুখ্য কষ্টের প্রহর শেষে, নিদ্রা নামে সকল চোখে
শ্যামের বাঁশি বাজবে কখন, জেগে থাকি পরম আশে
নিলাম শেষের হাঁকেডাকে, নোঙর তুলে প্রেম ভেসেযায়।।  


নিলামবালার আশার ঝোলায়, স্বপ্নগুলো এখনো জাগে    
হাতের রেখায় হয় না স্পষ্ট, কোথায় হবে শেষ গন্তব্য  
দিনের শেষে শূন্য দুহাত, মুখ ঢেকেছে ভবিতব্য
বর্ণচোরা কালের খেলায়, বাঁচে মানুষ আশার মোহে ।।  



( বেশ কয়েকদিন ব্যস্ততার কারনে আসরে সে ভাবে আসতে পারিনি, কবিতা পড়াও হয়নি, হয়ত এবার একটু সময় পাব। আবার পড়তে পারব) ।