একবার ভাবো, শুধু একবার,  সত্যি কি  পাবে পার
মিশিবেনা মাটিতে ! নাকি রয়ে যাবে চির অমর
যে হাতে পারতে সরাতে লক্ষ প্রাণের অন্ধকার  
নির্মল নিশানায় অন্ধকার টুটি জ্বালাতে বাতি বারবার
যে হাতে পারতে ভাঙতে কুচক্রীর আকাশ কুসুম মসনদ
মানুষ এসেছে একই পথে, সাথে নিয়ে আসেনি কেহ দাবীসনদ ।।


খুশীর অলিন্দে দাঁড়ায়ে,  কেন হও  দুঃখের বিশ্বস্ত কারিগর
কি তোমার বিশ্বাস, কিবা আদর্শ, ভাবো দেখি একটি বার
আলোর সন্তান,  দেহ  আলো অন্ধজনে, থেকনা নির্বিকার  
নিধন নহে, মানুষ কেই ভালোবাস, দূর কর অন্ধকার।।


সবেতেই তিনি, চেতন, অচেতন,  যেভাবেই দেখ
তিনি কি কহিছেন কভু?  কোন বিষয় নহে, সৃস্টিকেই  নাশ !!