ভর দুপুরে মেঘলা মনে আঁকছ কিসের ছবি
কোন খাতাতে কিসের নেশায় কাটছ আঁকিবুকি
ঝড়ের দাপট কলার পাতায়, আকাশ ছোঁয়া শাখায়
কাটছ কি দাগ একলা বসে মনের পদ্ম পাতায়।।


শাপলা গুলো আজ ফোটেনি, মনের ঝিলের জলে
তাই বোলে কি পানকৌড়ি ডুব দেবেনা কাজলা আঁখির ঝিলে
দস্যি স্বপন দিচ্ছে উঁকি পাশ বালিশের উষ্ণ কোমল ছোঁয়ায়
চোল্লে কোথায় খুঁজতে কাকে, উড়িয়ে আঁচল সাদা বকের পাখায় ।।


বৃষ্টি নুপুর টাপুর টুপুর, ছন্দ জাগায় কদম শাখায় শাখায়
বালিশ চেপে আলসে বুকে, কি কথা ভাবছ বল, উদাস মোহনায়
এ মনের পর্দা গুলো নাচছে দেখ, তোমার মনের হদিস পেয়ে
কেমন আছ, আজ দুপুরে মেঘলা মনে, ওগো মিষ্টি মেয়ে।।