যদি প্রশ্ন আসে দুঃখ তুমি কার
প্রতিদিন একই উত্তর, যে পায়, আমি তার
অনন্ত কাল প্রশ্ন আসে, ক্ষুধা তুমি কার
শূন্য থেকে - বলে ওঠে, যার ঘরে খাবার নেই আমি তার।।


পেটভরা খাবার ! বিলাসী স্বপ্নের মায়াজাল
আজন্ম শুনতে শুনতে, শঙ্খধনি থেকে শেষ গোঙানি
মিলে মিশে একাকার, বিশ্বাস তবু টলেনা, এ আমার দেশ
স্বাধীনতা, মৃতের ফেলে দেওয়া কাপড়ে ঢাকে লাজ
তবু এ হাতের পোষাকে হয় খুশি, মন্ত্রী-আমলা-তোলাবাজ।।


সততা, আহা বড্ড ভালো তুমি, লোকে তাই কয়
জানতে ইচ্ছা করে, স্থায়ী নিবাস এখন কোথায়
জানোনা ! জল মেশাতে শিখেছ কি ? কথায়-ভাষনে
যে পারে, যারা পারে, সাদা-সাদা পোশাকে, থাকি সেখানে
সভ্যতার আদিকাল হতে চরিত্তির চরিত্তির করেই গেলে
কবে আর শিখবে ? আধপোড়া লাশ শেয়াল-শকুনে খেলে ??