সারা দিনের কাজের শেষে একটু দেখা
হলেও তা সন্ধ্যা উতরে রাতের দিকে
ঘামে ভেজা শরীর যখন বিশ্রাম চায়
দিনান্তের ক্লান্তি গুলো এলিয়ে পড়ে
তখনো মন পড়ে থাকে ছোট্ট খোলা ছাদে
হাস্নুহানার পাশে যেন মুখ ভার করে আছে
শ্রাবনে ভেজা এক মুঠো কুঁড়ি মল্লিকা।।


সকাল হতে না হোতেই, আবার  ছাদে
যাকে  লাইটের আলোয় দেখি রাতে
সেই আমার জন্য মুঠো মুঠো হাসি নিয়ে
আমায় রোজ ডাকে সূর্য রাঙা প্রভাতে
আদর খেতে চায় ওরা সবাই, আরো যারা আছে
হাস্নুহানা, গন্ধ টগর, বেলি, রজনীগন্ধা
গেঁদা, গোলাপ, লাল, গেরুয়া, নীল, গোলাপী,
হলুদ - এরা এক সংসারের ছয় জন, জবা।।


সব্বাই থাকলেও, মনে হয় ঐ যেন বেশী ভালোবাসে
প্রতিটা সকাল, এক মুঠো হাসি নিয়ে অপেক্ষায় থাকে।।