ক্ষমতার উৎস কিসে, অন্ধকার এই দ্রাবিড় ভূমে
শুরুতেই বুঝেছিলেন  বুদ্ধিমান আর্যগনে
বুনে ছিলেন ধর্মবীজ, ক্ষয় নেই যার কোন কালে
বেড়া দিয়ে বর্ণপ্রথার, ভাগ করেছেন জাতের কলে
টুকরো হয় দেব মহিমায়, জোটের একটু আভাস পেলে
এক হবেনা কোন ভাবেই, জীবন-মরণ এক হলে ।।


কর্ম নয় বর্ণ মহান,  বুঝেছিলেন ভিনদেশী সব গুনিজনে
কত ভাগে হল ভাগ, হিসাব রাখেন নানান মুদ্রায় কর গুনে  
রাখতে বজায় যে যার ভাগ, পাদ্রী পুরুত মোল্লা মিলে ধর্ম আনে
গাছের পাব, তলার খাব,  মরলে মরুক শিক্ষাহীন-আকিঞ্চনে  
শিক্ষা পেলেই বসবে বেঁকে, দল পাকাবে, চাইবে সকল অধিকার
যুগ-যুগান্তে চালাতে রথ, রক্তে-মজ্জায় জাতের কাথ, চমৎকার।।    


গাল-গপ্পে নেই কোন দোষ, পাপকে রাখেন সবার আগে
মুদ্রা মূল্যে সব সম্ভব, পাঠিয়ে ছাড়েন বেহস্ত বা স্বর্গালোকে ।।