আর কতকাল রাখবি মাগো এমন তর মুখ্যু করে
গুনিজনে ঠকিয়ে গেল বিদ্যে-বুদ্ধির অমোঘ জোরে  
কথার চালে উল্টে পাশা, দান জিতছে ধমক মেরে
হেঁয়ালির পিছনে কি, মাগো অর্থ বুঝি কেমন করে
তুই নাকি মা সব জানিস, সবই আছে করতলে
বিদ্যে টুকুই চাইছি মাগো, সত্যি সত্যি কানমলে।।


শক্তি দিয়ে হয়না সব, বুঝেছিলাম সেই মন্থন কালে
কলসি নিয়ে পালিয়ে গেল, ওমা তোর চালাক ছেলে  
বুদ্ধিমানের সুপারিশে, বোকারে দিলি সাজা এমন করে
বিদ্যেবিনে কলুর বলদ মরল ঘুরে, জন্ম হতে জন্মান্তরে
নড়ছিনে মা এখান থেকে, যায় যদি প্রাণ যাক চলে
বুঝেছি সরস্বতী সহায় হলে, লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে
নূতন পোষাক, সাজের জিনিষ, যাকে খুশী তাকে দিস
চাইনে ওসব মনভোলানো, বিদ্যের জন্য চাই সুপারিশ।।