উর্বশী বিহীন স্বর্গালোক, বিষণ্ণ ইন্দ্রাসভা
বিষণ্ণ জোতিপুঞ্জ, দেবতা, গন্ধর্ব, কিন্নর হারাইয়া প্রভা
হা উর্বশী, হা উর্বশী, কোথা প্রিয়ে, কোথা সুন্দরী মনোহর  
বিলাও জোছনা, অস্থির চিত্ত যাপিছে দেব-ঋষি আপামর    
খোঁজ খোঁজ রব ত্রিভুবন জুড়িয়া, জল স্থল শূণ্যে ভাসি
বাহিরিল গন্ধর্বগণ ছাড়িয়া নন্দন, খুঁজিতে স্বর্গশশী ।।


অভিশাপের করাল ভ্রুকুটির ফাঁদে, জন্মিয়া মনুষ্যলোকে  
দর্শিয়া মর্তভূমে রুপময় রাজন, গৌরকান্তি পুরুরবা, তেজস্বী অতি
ত্যাজিয়া স্বর্গসুখ, ইন্দ্রসভা, ভুলিয়া সকল লজ্জা, সম্মান আদি-অনু  
কহিলা উর্বশী, হে রাজন  মুগ্ধ এ আঁখি, কামপীড়িতা মম তনু  
কামতাপ কর নিবৃতি, জুড়াও জ্বালা তব পরশে, রমনে মাতি।।

মুগ্ধ পুরুরবা, জগৎসংসার ভুলি কহিলেন, হে সুনিতম্বে, পূর্ণ কাঞ্চন
শৃঙ্গারে রমনে কাটাইব সু-দীর্ঘকাল, এস মম অঙ্কে, কর পূর্ণ এ জনম    
এস প্রিয়ে, অস্থির হৃদয় মম, কর নির্বাপিত ভাসাইয়া রিপু স্রোতে
এস সুকুমারী, এস এ বাহু ডোরে, উষ্ণতায় মাতি নব ধারাপাতে
অলকায় তথা মানস সরোবরে, পুরুরবার সু-পৌরুষ অঙ্কে শায়িত শশী
যেন গৌরবর্ণ পদ্মকোষ শতচন্দ্রে বিভাসিত মধু যামিনী, হিরণ্যবতী উর্বশী।।