ভূমি ও নারী উভয়েই এক জায়গায় মিলে যায় বরাবর
সত্য ত্রেতা দাপর কলি সব যুগেতেই নারীই আকর  
চিরন্তন সৃষ্টির মর্যাদা কোথায় পেল, স্বর্গ মর্ত পাতাল !
দেব দৈত্য মানুষ – ফারাক নেই, সব আসরেই এক হাল।।  


স্বর্গলোকে দেব, মর্তলোকে ভর্তা, লোভ লালসা বাসনা
কোন স্থানেতেই হয়নি অন্যথা, মহাকাব্যে অনেক বেশী লাঞ্ছনা
বারবার অধিকারের আঙ্গিনায় ফিরে ফিরে এসেছে অভিশাপ
যাজ্ঞসেনী থেকে পঞ্চ অপ্সরা, কিম্বা আশ্রম বাসিনী, পায়নি মাফ ।।  


রুপ পরিগ্রহের আড়ালে নারীই নিয়েছে যন্ত্রনা, সবটাই অধিকার !
আদি হতে আজো ছাড় নেই, উৎসর্গ সে, পুরুষ অবিমৃশ্যকারিতার
যুগ নায়ক, ধর্ম ধারক, কেউ নেই বাদ, অনুরোধ নয় – হুকুম রাজ
নারী অঙ্ক শায়িনী একের নয়, ক্ষণ মিলনে হাজির - ধর্ম থেকে দেবরাজ ।।


অপ্সরা শ্রেষ্ঠা, চতুঃষষ্টিকলা নিপুনা, প্রিয়পাত্রী দেবকুলে – উর্বশী
চিরন্তনী সে নারী স্বর্গবেশ্যা সব চোখেই, ব্রহ্মর্ষি, দেবর্ষি বা রাজর্ষি
জননী রুপে আলো দেখায়ে পার্থে,  ফেরে ইন্দ্রপুরে দেব সকাশে  
পুনঃ ডালি উছলিয়া মর্তে, পুত্র -পার্থ সকাশে, মহাবলি পিতা, ইন্দ্রাদেশে !!