অকাতরে বিলায়েছ প্রেম, ভালোবেসেছ নিরন্তর
শত অপরাধ সয়ে, হয়েছ ক্ষমার মূর্ত প্রতীক
দিয়েছ তৃষ্ণার পানী, খাবার, তবুও বোধ নেই তার
সেকি বোঝে ভালোবাসা!  মূল্য কি বোঝে মুক্তা মালার
অলীক স্বপ্ন নিয়ে বিভোর থেকে থেকে, এখন  প্রায় উন্মাদ
রোগের মুক্তি সত্যই কি চায়,  নাকি অর্থবহ রোগেই জাগে স্বাদ
নব নব রুপে উদ্যত বিষ নিরসনে, বিষের রত্নেই সয়ম্ভর
কি দাম পাবে প্রেমিক ! বানর কি বোঝে মূল্য মুক্ত মালার !!


যদি কোন দিন দেখ সে বিষ দাঁত, এবার ভেঙে দিও
জনমের সাধ চিরতরে মিটাইয়া, কানে কানে কহিও
ভাল হও, ভাল হও, দেখিছে বিশ্ববাসী,  ভালো থেক
মুছেফেল শয়তানী ইচ্ছার ডালি, তাকাও দুনিয়া পানে
সবাই আগে আগে, কেন আছ অন্ধকুপে, আগলে পচা লাশ
সময়ের সমবায়ে অংশীদার হয়ে, জাগাও নূতন আশ।।