সারাজীবন ভালোবেসে তোমাকে খুঁজতে চেয়েছি
চেয়েছি মনের কোরা পাতায় ধরে রাখতে অনুভবের মুহুর্ত
তোমার উদলা শরীরের আনাচে কানাচে গভীরতা খুঁজেছি
বুকে কানপেতে শুনতে চেয়েছি নিশি ঝর্নার পাগল করা ছন্দ  
তোমার শরীরী কবিতারা নির্বাক,  নির্বিকার, থমকে গিয়েছি
সম্পর্কের দেওয়ালে পুরু শ্যাওলারা, মাঝে মাঝে চিৎকার করে
হৃদয়হীন উষ্ণতা দপ দপ করে ওঠে, তেল শূন্য প্রদীপের খোলে
হারিয়ে গিয়েছে সূত্র গুলো, কেনর উত্তর নেই, সবটাই দুর্বোধ্য।।


তটভূমি থেকে উড়ে আসা বালুকা কণার আস্তরণে ঢাকে মন
সমুদ্র তটে ক্ষ্যাপার ঝিনুক খোঁজা, সময়ের বিচারে কিছুক্ষণ
মুছে যাবে, ধেয়ে আসা তরঙ্গের চুম্বন চিহ্নের আলোড়ন
নিথর, মন্দাক্রান্তা মন, সান্ধ্য সূর্যের আভায় সময় মাপে
পড়ে থাকে জল, নদী, মাটির কবিতা , থেমে যাওয়া রূপকথা
শুকনো শিকড়, তবুও জেগে থাকে দু-একটা পাতা, দুর্বোধ্য কবিতা।।