দুনিয়া জুড়ে ভুতের খেলায়, নিত্য নূতন সঙ্গী
শিব ঠাকুরের বেশে দেখি বর দানিছে নন্দী আর ভৃঙ্গী
জমিয়ে খেলা মারছে দাঁও, গরীব গুর্বো বুঝবে কি
পড়লে ধরা তাঁকেই স্মরণ, আছেন তিনি হি হি হি।।


উড়িয়ে ধজা নানান নামে, যেমন খুশি সাজছে সব  
কল্প কথায় কষ্ট কম, চলছে সবাই সেই দিকে
তালেগোলে গোছায় আখের, কাঁধে কোলে সবাই মিতে
লাভের গন্ধে মড়াও জাগে, যমপুরীতে হোক কলরব।।  


সাইজ যেমন তেমন ভাগ, এতো চিরকালের ধারা
আবোল তাবোল যাই বল, সব্বাই নাড়বে মাথা
হেঁ হেঁ, খেলোয়ার! লম্বা ঝুলের পাঞ্জাবীতে হিতাকাঙ্ক্ষী পাঁঠা
সব ফকিরের এক সাধনা, চক্ষু বুজে সুযোগে কোপ মারা।।