সুস্থ মানব কুলের বিদায় কি আসন্ন ? নিয়ে অসহ্য আত্মগ্লানি
চিরতরে বিদায় নেবার, যেমন নিয়েছে অনেক প্রাণী !!


ক্ষুধা ছিল, ছিল প্রাকৃতিক বিরূপতা, অসহায়তা
তবু, শুধু হিংসার বিনিময়ে সুখ কেনার, ছিল কি এ অস্থিরতা !!


প্রতি পদে, মিলিমিটার মেপে মেপে হিংসা, উন্মত্ততা, আক্রোশ
মন ভূমিতে তীব্র দাবানল, একটা চারাও বাঁচবেনা, নেই আপস
উপরে উপরে পালিশ, বার্নিশ, দামী রং, দুরন্ত ঝলসানো জলুস
ভিতরে ঘুণে খাওয়া সমাজের আশ্বাস, অবিশ্বাস, পঙ্গু মানুষ।।


গল্প, উপন্যাস, কবিতা, লোকাচার, জীবন,  ক্ষয়ে যাওয়া প্রস্তর  
অস্থিরতায়, উত্তাপে, নিঃস্ব হয়ে যাওয়া মনভূমি - খাঁখাঁ প্রান্তর
এখানে সবুজ নেই, নেই পানী, নেই মুক্তির আকাশ, একটু আলো  
আদিগন্ত বৃস্তিত হিংসার আরকে পৃথিবী, অসহ্য যন্ত্রনার কালো।।


এখানে মুহুর্তে আগ্রাসী হয় লোভ, হারমানে সৃস্টিশীল মন
বাঁধভাঙে লোনা পানি, যা ছিল তাও গেল ! মানবের ধন !!


ছায়া খুঁজি বার বার, ক্লান্ত পথিক বুক বাঁধে ক্ষনিক আশায়
সহসা, দুরন্ত দাবানলে জ্বলে আশা, এখন অসহ্য সময়।।