তুমি থেক, হাসিতে মোর, কান্নাতে মোর, হৃদয় জুড়ে থেক
যেও নাগো একলা ফেলে, মোরে করে ভাগ্যহত
হাসিতে মোর,  দুখ্যতে মোর, শুধু হৃদয় জুড়ে থেক
প্রদীপ শিখায় সরিয়ে আঁধার আলোয় ভরিয়ে রেখ।।  


সঙ্গীবিহীন প্রহর গুলো জড়িয়ে আছে জীবন শাখায় শাখায়
বুনো ফুলের মতই ফোটে রৌদ্র কিমবা ছায়ায়
আলেয়া আলোয় কাটল জীবন চাঁদের আশায় আশায়
সবুজ খুশীর সোহাগ খুঁজে শ্রাবন কাজলরেখায়।।


তুমি থেক, ফাগুন বেলার রঙ্গিন নেশায় স্বপ্ন মাখা চোখে
ছড়িয়ে হাসি গোধুলি আলোয় পলাশ পলাশ ঠোঁটে
পাথর চাপা ঝর্নাটাকে, দিও মরুর বুকে ছেড়ে
মেঘের পালে লাগিয়ে বাতাস ভেস  আকাশ জুড়ে।।