অনেক গুলো বছর পেরিয়ে গেল, পেরিয়ে গেল সময়
পেরিয়ে গেল ঋতুর পরে ঋতু, চাওয়া, পাওয়া, সব  
লোনা জলে ঝাপসা হয়ে ওঠা বিনিদ্র চোখ, অস্ফুট বিলাপ
ভালোবাসার চর ক্ষয়ে ক্ষয়ে দুরন্ত ঘুর্নির গ্রাসে জীবন।।


তুমি ফুল চাওনি, চেয়েছিলে হিমেল নিস্তব্ধতায় খানিক ঊষ্ণতা
বলেছিলাম, সময় কি পালিয়ে যাচ্ছে ? তুমি অপেক্ষা করেছিলে
বাতাসে বরফের কুচি, আরো একটা কম্বল ? তুমি উত্তর দাওনি
বলেছিলাম তোমরা, পুরুষরা বড় অস্থির, তবুও সাড়া পাইনি।।


বছর শেষের ঊষ্ণতার উত্তাপে গলি থেকে রাজপথ, রাত জাগে  
সমস্ত দুখ্য, বেদনা, অভিমান সরিয়ে আবেগের স্রোত একসাথে
শুকনো বাতাস, ঝরে যাওয়া পাতাদের দীর্ঘ শ্বাস, লাজুক রোদ্দুর
পারিযায়ী ইচ্ছা গুলো হারিয়ে যেতে চায় তেপান্তরে, সাত সুমুদ্দুর।।


বুঝতে পারছ ! এনেছি ঊষ্ণতায় ঝরেপড়া মোম, ধূপ কাঠি
তোমার পছন্দের লাল রঙা কম্বল, সাজাতে শয্যা পরিপাটি
আর একটুও অপেক্ষা নয় প্রিয়, আমি এসেছি, ঊষ্ণতা নিয়ে
সাজিয়ে দিতে খেলাঘর, যা কিছু আছে তার সবটুকু দিয়ে।।