সুবাস ছড়ায় শীতের সকাল
সর্ষেফুটের খেঁজুর রসে
নলেন সৌরভ নেচে বেড়ায়
মন কি আর থাকে বসে।।


খড়ের আগুন মিস্টি ভারি
সন্ধ্যা কিমবা সকাল
হাত উঁচিয়ে নিচ্ছে তাপ
চারদিকে তার ভক্তদল।।


মাঠের সোনা ভরেছে খামার
হাসি এখন সবার মুখে
পান্তাভাত আর আলু পোড়ায়
শীতের সকাল কাটে সুখে।।


জালের ফাঁসে লটকে যায়
খালের শিঙ্গি, মাগুর, কই
ট্যাংরা, পুঁঠি, খলসে, চাঁদা
থাকনা পড়ে রুই।।


খেতের আলু খেতের বেগুন
পেঁয়াজ লঙ্কাও তাই
নূতন চালের মিষ্টি ভাত
এতেই খুশী সব্বাই।।


চোখে চোখে হয় যে যুক্তি
তার তল-অতল নাই
মোরগ লড়াই সবার আগে
খেলতে যাবে, দাবী শুধু একটাই।।


মোরগ লড়াই, হাড়িয়া আসর
বাসর চেয়েও দামি
এগিয়ে সবাই এক পথেতেই
আসল সবাই, নয় ডামি।।