এখানে আকাশ নেই, নেই মুক্ত বিহঙ্গ
ডানাভাঙা ভাবনা গুলো যন্ত্রনায় কাতর
দিগন্ত রেখা হিংসার শবে শবে গুলজার
দাঁড়কাকের নৃত্য-ধ্বনিতেই দিন কাবার
কথায় ভাষ্যে বেশ, কাজ মানব সেবার
প্রয়োজন নেই গোধুলির পরের পর্যায়ের
যখন খুশি মিলে যাবে, অবারিত অন্ধকার
মননে, পোষাকে, কাব্যে, নাটকে একাকার।।

ভিক্ষান্নে যাপিত প্রাণ, সদা ত্রস্ত, এইবুঝি যায়
বাঁচার ইচ্ছা গুলো ডিঙি মেরে দেখে বাইরেটা
কেমন আছো, প্রশ্ন করে নিজেকেই, আয়নাটা
ধূলোর আস্তরণে ঢাকা মগজ, সব ভুলে থাকে
কে যেন কবে ছিল যে আপন, চোখ বুজে ভাবে
তবে কি ! তিরতিরে শ্বাস সেটাও থেমে যাবে !!