প্রতিনিয়ত টানা পোড়েন, কেবল সম্পর্ক ঘিরে
যেমন পানে আর চুনে, শুকালেই ঝরে
বোঝা যায়না, ভালো কেন থাকে,  আঁধারে
কেন বলা যায়না সব,  মুক্ত মনে, র্নিদ্ধিধায়
কেনই বা মনেহয় অমূল্য হাসিটুকুও দায় !!


চলেছি সব্বাই, আগেপিছে, একান্ত নিজস্ব ভাবনায়
একই পথে খাদ্য-খাদক, তবু পথ শুয়েআছে নিজস্বতায়
আকাশ,  হৃদয় রেখেছে খুলে, অনন্ত খুশীতে আহ্লাদে
নীল মাখতে করেনি মানা কাহাকেও, কোন অজুহাতে
জীবন হলেও কানায় কানায় পূর্ন, তবু মনে হয় সেও দায় !!


শীতে ঝরে যাওয়া সবুজ, আবার হাসিতে মাতে
সময়ের খেয়ালে বন্দী জীবন,  সাজঘরে নানা সাজে
ভালোবাসার কুলে কুলে জলছবি বদলায়,  জোয়ার ভাটায়
কখনো মাটি সরিয়ে পাড় ভাঙে, একান্ত নিজস্ব ভাবনায়
ভেবে দেখোনি কি ! জীবন অন্ধ গলিপথ, এ কোন দায় নয়।।