পলাশ কুঁড়ির ঘুম ভাঙালে, কে তুমি ভোরের বাতাস  
কুয়াশা ভেজা আঁচল ছায়ে, কবরী রাঙাও রঙ বাহারে        
ঝরা পাতায় বাজিয়ে নুপুর, ভরালে মন বসন্ত হারে  
কে তুমি সুরে সুরে বাজিয়ে বাঁশি, মন হরিলে হে উদাস।।   


কে তুমি ছড়ালে রং, আলসে বিবশ ঘুমের দেশে        
অলি খোঁজে প্রেম পেয়ালা,  মিলন কাজল চোখে  
কাটায় বেলা সুরে সুরে, বনে বনে রঙের পরাগ মেখে  
প্রেমের নদী হয় উতলা, জোছনা ধোয়া মাধবী রাতে।।  


কে তুমি ছড়ালে হাসি, শাখায় শাখায় নবীন পাতায়
দিঘির জলে মরাল খেলে, মনের সুখে জলকেলী
ফোটে কুসুম মন বাগিচায় রংবাহারি দল মেলি    
চর্তুদোলায় রঙের কেতন, ডাকে সাথী মিলন নেশায়।।    


কে তুমি জাগালে আশা, অভিমানের ওড়না ফেলে
ব্যস্ত সবাই ঘর বাঁধায়, সকাল সাঁঝে দুই বেলায়
অগোচরের অতিথি সে, আসবে বুঝি মিলন মেলায়  
ফিরে দেখা আপনারে, আকুল বাতাস প্রাণের পালে ।।  


কে তুমি ভাসালে গো, মন যমুনায় ঢেউ তুলে  
বাতাসে ছড়িয়ে সুবাস, দিয়ে গেলে আসার আভাস
বাসন্তী প্রেমে মুগ্ধ করে, ছড়িয়ে গেলে হৃদয় প্রভাস  
খুঁজি তোমায় ভোরের আলোয়, মন ভুবনের কুলে কুলে।।