মাতলার জল, ছলাতছল
ভাটিরটান দক্ষিনা বাতাসে উছাল পাছাল
ডাকে মাতলার জেলেরে  
জীবন জড়ায়ে থাকে মরণ খেলেরে
মাতলার জল ছলাতছল।


দানার টান, ক্ষুধা বাড়ায়
জেলে জাল গুটাইতে যায়
বিবি কান্দে, ও জেলে ফিরে আয়, ফিরে আয়
ফুঁসে মাতলার জল
দক্ষিনা বায়ে মাতলা হইয়েছে পাগল  
মাতলার জল ছলাতছল।