মন কেমনের খোলা হাওয়ায়
ইচ্ছে পাখির ডাক
নামটি তাহার সোজা হলেও
সে নদীর আঠেরোটি বাঁক।।


গড়িয়ে যাওয়া সময় গুলো
কেন যে কথা শোনেনা
চপল পাখায় গান শুনিয়ে
পালিয়ে গেল, ধরা দিলনা।।


বাবলা বনের হলুদ ফুলে
একলা দুপুর জাগে
বন বাদাড়ে মন ছুটে যায়
উদাস বাঁশির ডাকে।।


সবুজ হাসির প্রাণের ছোঁয়ায়
যখন ইচ্ছে ঘুঁড়ি ভাসে
ঈশানী মেঘের ঘনঘটায়
মন আর থাকেনা বশে।।


ইচ্ছে নদীর লাজুক জলে
ডুব সাঁতারে মন
খুঁজেই চলে অচেনারে
ভেবে আপন জন।।


উদাস বাতাস, উদাস বাঁশি
তুই ইচ্ছে মতন থাক
যখন খুশি শোনাস আমায়
মন কেমনের ডাক।।