মনের ঘরে সিঁদ কেটেছে
সখি, এ মন রাখি কোথায় বল
এ সিঁধেল দিন মানেনা রাত মানেনা  
যখন তখন ধরে নানান ছল।।


ইনি নাকি গুরুর গুরু মহাগুরু  
শুনেছি সিঁদকাঠি তার কথা শোনে
এ সিঁধেল চোখ এড়িয়ে ভোজ বাজিতে
ঢুকে পড়ে মনের কোনে।।  


দরজায় লাগিয়ে চাবি, বসিয়ে চৌকিদারি
চারিধারে জ্বালিয়ে মশাল, আঁচলে ঢেকে রাখি মন  
জোতিষী চুল্কে মাথা, অঙ্ককষে দেন প্রতিকারের বিধান
সব চেষ্টাই গেল বৃথা, তবে কি মন্ত্রবলে হয় চুরি !!


বহুরূপে বাহার তার, কোন কথাতেই মেলেনা তল,  
মনের ঘরে হলে চুরি, এ মন রাখি কোথায় বল।।


০৯.০৪.২০১৭