অন্ধকার ব্যবস্থা মাঝে, ছায়াতেও নেই কোন সাক্ষী
কুলীন কৌশলীদের বিপক্ষ নেই, কর্মেও নেই ঝক্কি
বিধানের ভান্ডার, বুদ্ধিমানের অধিকার, যখন যেমন কাজে
দান দিলে, মূল্য চোকালে, অপকর্মও গৌণ, সমাজ মাঝে।।  


ভুত, প্রেত, যক্ষিণী, দেব, দানবের যত ক্ষমতা, এক জায়গায় বাঁধা    
প্রায়শ্চিত্তে নাকি কাটে সব দোষ, বিধান বাসরে, হলেও তা ধাঁধা
অবুঝ উৎকণ্ঠায় কাঁপে অবহেলিতের অন্তর, নুয়ে পড়ে শিরদাঁড়া  
কুলীন উৎসবে মাতে শোষণের শির, শোষিতের পরে উদ্যত খাঁড়া ।।  


১৯.০৮.২০১৭
সোনারপুর